কম্পিউটার বিষয়ে লেখক, গবেষক, জাতীয় দক্ষতামান বেসিক ৩৬০ ঘন্টা মেয়াদি কোর্স পরিচালনাকারী প্রতিষ্ঠান প্রধানদের সমন্বয়ে গঠিত (BTTRA) এর কেন্দ্রীয় সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ মোদাচ্ছের হোসেন সিরাজী কর্তৃক ২০০৪ ইংরেজি সনের ৫ই আগষ্ট “মেমোরী কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট” প্রতিষ্ঠিত হয়। ২০০৫ ইংরেজি সনের ২৫ সেপ্টেম্বর কারিগরি প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার জন্য বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড-ঢাকা কর্তৃক অনুমোদন লাভ করে। যার রেজি নং বাকাশিবো/ক/২০০৫/৮০৭০ প্রতিষ্ঠান কোড-৭০০৭২। মেমোরী কম্পিউটারের উত্তরোত্তর সুনাম বৃদ্ধি ও বহুমূখী প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনায় সন্তোষ প্রকাশ করে ২০১৩ সালে কারিগরি বোর্ড এ প্রতিষ্ঠানটির পরিধি বৃদ্ধি কল্পে মেমোরীর নামের আংশিক পরিবর্তন করে “মেমোরী কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট” এর পরিবর্তে “ মেমোরী টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউ “ করা হয়। ২০১৭ ইংরেজি সনের ডিসেম্বরে ১ বছর মেয়াদি অ্যডভান্স সার্টিফিকেট ক) কম্পিউটার টেকনোলজি এবং খ) ফাইন আর্টস (চারু ও কারু) বিষয়ে পাঠদানের অনুমতি পেয়ে ডিগ্রী/ফাজিল পাস শিক্ষার্থীদের সমন্বয়ে ২০১৮ সনের জানুয়ারি-ডিসেম্বর সেশনে ৩৪ জন শিক্ষার্থীর একটি দল প্রশিক্ষণ শেষে বোর্ড পরীক্ষায় উত্তীর্ন হয়েছে। যাদের ফলাফল অত্র ওয়েব সাইটের নোটিশ বোর্ডে দৃশ্যমান......